মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৭ এপ্রিল ২০২১ :
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁর ধামইরহাটে মনিরুল হক (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শাহাপুর গ্রামের সানামুদ্দিনের ছেলে। এনিয়ে নওগাঁ জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৩ এ। গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে আরো ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার নয়শ ৭০ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, পত্নীতলা উপজেলায় চারজন, ধামইরহাট উপজেলায় দুইজন, সদর, বদলগাছী, নিয়ামতপুর ও পোরশা উপজেলায় একজন করে।
নওগাঁর সিভিল সার্জন ডা: এ বি এম আবু হানিফ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ৫০ ব্যক্তিকে। এদের মধ্যে সদর উপজেলায় ১৬ জন, বদলগাছী উপজেলায় নয়জন, সাপাহার উপজেলায় আটজন, রাণীনগর উপজেলায় সাতজন, মহাদেবপুর উপজেলায় পাঁচজন, ধামইরহাট উপজেলায় চারজন ও পোরশা উপজেলায় একজন। জেলায় এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয় ২০ হাজার ছয়শ ৫১ জনকে।এই ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৭৪ জনকে। এ পর্যন্ত মোট ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার সাতশ ৩৯ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন নয়শ ১২ জন।
এ সময় নতুন করে সুস্থ হয়েছেন ২৩ জন। মোট সুস্থ হয়েছেন এক হাজার সাতশ ২৪ জন। বর্তমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।#