মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২৭ এপ্রিল ২০২১ :
আমরা ভেবেছিলাম সকালে দুইজন নয় তিনজন চালান হবে। কিন্তু সকল মহলকে হতাশ করে চালান দেয়া হলো শুধু ওই দুইজনকে। আশ্চয্য না হয়ে পারিনি।
আপনার কথাতে আপনিই ধরা খেয়ে যাচ্ছেন। আপনি বলেছেন, ওরা প্রায়ই ফেন্সিডিল খেতে আপনার দায়িত্বে থাকা এলাকায় আসতো। খেতো। আবার নিয়েও যেত। তার মানে আপনি ওদেরকে ওয়াচ করেছেন। তাহলে বিক্রেতাকে ওয়াচ করলেন না কেন ?
আপনার কথাতেই আপনি ধরা খেয়ে যাচ্ছেন। আপনার এলাকায় ফেন্সিডিল পাওয়া যায়। তার মানে আপনি মাদক নির্মূলে ব্যর্থ হয়েছেন। উর্ধতন কর্তৃপক্ষ আপনাকে এখনো এখানে রেখেছেন কেন ? সরকার মাদকের ব্যাপারে জিরোা টলারেন্স দেখাচ্ছে। এমনকি বিক্রেতার মৃত্যুদন্ডেরও বিধান করা হয়েছে। সেখানে আপনি বিক্রেতাকে ইচ্ছে করে ছাড় দিয়ে এখনও বহাল তবিয়তে থাকেন কিভাবে ? কর্তৃপক্ষের কেউ হয়তো এভাবে ভেবে দেখেননি।
আপনি বলেছেন, ওদের কাছে দুই বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। ওরা তো এগুলো গড়ায়নি। আপনার এলাকা থেকে কিনেছে। কার কাছ থেকে কিনলো এসময়টায় আপনার সোর্স কোথায় ছিল ? ক্রেতা বিক্রেতা দুইপক্ষকেই তো ধরতে পারতেন।
বিকেল থেকে শুরু করে পরদিন দুপুর পর্যন্ত ওরা আপনার হেফাজতে ছিল। আপনি এই সামান্য বিষয়টি ওদের কাছ থেকে কেন বের করতে পারলেন না ? আপনি কি পারতেন না ? আপনার উচিৎ ছিল ওদেরকে যেহেতু ধরেছেন, সেহেতু বিক্রেতাকেও ধরা।
এখন আমাদের যা মনে হয়েছে তা হলো, আসলে আপনি বিক্রেতাকে ধরতে চাননি। চেয়েছেন বিশেষ বিশেষণ থাকা ওই দুজনকে ধরতে।
ফেন্সিডিল বিক্রেতার বেশী সাজা, নাকি ক্রেতার বা সেবনকারীর ? বাজারে যদি পাওয়া না যায়, তবে লক্ষ টাকা দিয়েও কেউ কিনতে পারবেনা। খাবেও না। আপনার নিয়ন্ত্রিত এলাকায় কে কে বিক্রেতা, তা আপনি জানেন না ?
এরচেয়ে বেশী পয়েন্ট আর লাগেনা। আমরা খাওয়া বা বিক্রি করা কোনটাই সমর্থন করতে পারিনা। কিন্তু আপনি সেবনকারী বিশেষদেরকে ধরবেন আর বিক্রেতাদের সেভ করবেন এটাও সমর্থনযোগ্য নয়।
সপ্তাহ পার হয়েছে। আমরা চাই ওই বিক্রেতাকে খুঁজে বের করুন। যেভাবে ওদেরটা ফলাও করে প্রচার করেছেন, সেভাবে ওই বিক্রেতার বিষয়টিও প্রচার করুন। নাহলে আপনাকে বিশেষ বিশেষণের ব্যক্তি বিদ্যেষী বলেই মনে হবে।———————–কিউ, এম, সাঈদ টিটো ২৭.৪.২০২১