মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২৪ এপ্রিল ২০২১ :
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘চিরি পাড়ের যুব সমাজ’র উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে চিরি পাড়ের যুব সমাজের সমন্বয়ক মো: আবাবিলের পরিবারের সার্বিক সহযোগীতায় উপজেলার জাহানপুর ইউনিয়নের ভাতকুন্ডু, বিকন্দখাস, নানাইচ পাইকরতলি এলাকার ৪৮ পরিবারের অসহায় গরীব মানুষের মাঝে এক কেজি ছোলা, আধা কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি সেমাই, এক লিটার সয়াবিন তেল, আধা কেজি মুড়ি, আধা কেজি খেজুর, দুইটি সাবান ও একটি হুইল ডিটারজেন পাউডার বিতরণ করা হয়।
বিতরণে অংশ নেন, সংগঠনের সভাপতি মো. আবাবিল, সাধারণ সম্পাদক মাবুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, আব্দুস সামাদ প্রমুখ।#