মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৩ এপ্রিল ২০২১ :
নওগাঁর বদলগাছীতে প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ইট ভাটায় মাটি বিক্রি করছে এক পুকুর মালিক। এঘটনা উপজেলার বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের। পুকুরের মালিক আব্দুল হাই সিদ্দিক। মাটি যাচ্ছে নওগাঁ সদরের বিবিসি ইট ভাটায়।
শুক্রবার (২৩ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি এক্সেভেটর মেশিন দিয়ে পুকুরের মাটি কাটা হচ্ছে। পাড়ে দাঁড়ানো রয়েছে আট থেকে ১০ টি ট্রাক্টর। এক্সেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরে উঠানো হচ্ছে। আর ট্রাক্টরের মাটিগুলো চলে যাচ্ছে ইট ভাটায়। মাটি বোঝাই ট্রাক্টর গ্রামিণ সড়ক দিয়ে অতিমাত্রায় চলাচল করায় সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে।
জানতে চাইলে পুকুর মালিক আব্দুল হাই সিদ্দিক বলেন, ‘আমি এসিল্যান্ড স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি। মাছ চাষের জন্য আমার পুকুরটি আরো খনন করা প্রয়োজন। সেজন্য খনন করছি। খনন করা এত মাটি আমি কী করবো। তাই ভাটায় বিক্রি করছি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী বলেন, ঐখানে আগে থেকেই পুকুর ছিল এবং জমিটি পুকুরের নামেই রেকর্ড আছে। কিন্তু তবুও মাটি কাটা বন্ধ করে দিয়েছিলাম। তারা হয়তো গোপনে পুনরায় মাটি কাটা শুরু করেছে। আমি আবার ব্যবস্থা গ্রহণ করবো।’#