নওগাঁ ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে নবাগত ইউএনওর মডেল মসজিদ পরিদর্শন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ২৩ এপ্রিল ২0২১ :

নওগাঁর সাপাহারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ইসলামি মূল্যবোধের প্রসার ও সংস্কৃতি বিকাশে নির্মাণাধীন সাপাহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন চিত্র পরিদর্শন করেন।

শুক্রবার (২৩ এপ্রিল) জুম্মার নামাজ শেষে উপজেলা সদরের নতুন বাসস্টান্ড বড় ঈদগাহে নির্মাণাধীন মসজিদটি পরিদর্শন করেন।
উল্লেখ্য, সারাদেশে ৫০ টি মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। এরমধ্যে সাপাহার উপজেলায় মসজিদটি নির্মিত হচ্ছে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে। এটি নির্মিত হলে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদাভাবে নামাজ আদায় করতে পারবেন।

এর প্রথম তলায় থাকবে ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা অফিস, প্রতিবন্ধীদের জন্য সেন্টার ও নামাজের সুব্যবস্থা, ইসলামিক বুক স্টোর, মরদেহ গোসলের ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থা। দ্বিতীয় তলায় থাকবে প্রধান নামাজ ঘর। এছাড়া থাকবে সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ এবং শাহান (উন্মুক্ত জায়গা বিশেষ করে ঈদের নামাজের জায়গা)। পর্যটকদের ভ্রমণসুবিধার কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, ইসলামিক লাইব্রেরি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, হিফজো ও মক্তবখানা।

থাকবে নারী-পুরুষের জন্য আলাদা অজুর ব্যবস্থা ও পৃথক নামাজের কক্ষ। এছাড়া অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সিঁড়ি ও শিশুদের জন্য শিক্ষাসুবিধা থাকবে।#

আপলোডকারীর তথ্য

সাপাহারে নবাগত ইউএনওর মডেল মসজিদ পরিদর্শন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:৪৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ২৩ এপ্রিল ২0২১ :

নওগাঁর সাপাহারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ইসলামি মূল্যবোধের প্রসার ও সংস্কৃতি বিকাশে নির্মাণাধীন সাপাহার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন চিত্র পরিদর্শন করেন।

শুক্রবার (২৩ এপ্রিল) জুম্মার নামাজ শেষে উপজেলা সদরের নতুন বাসস্টান্ড বড় ঈদগাহে নির্মাণাধীন মসজিদটি পরিদর্শন করেন।
উল্লেখ্য, সারাদেশে ৫০ টি মডেল মসজিদ নির্মাণের কাজ চলছে। এরমধ্যে সাপাহার উপজেলায় মসজিদটি নির্মিত হচ্ছে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে। এটি নির্মিত হলে পুরুষের পাশাপাশি নারীরাও আলাদাভাবে নামাজ আদায় করতে পারবেন।

এর প্রথম তলায় থাকবে ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা অফিস, প্রতিবন্ধীদের জন্য সেন্টার ও নামাজের সুব্যবস্থা, ইসলামিক বুক স্টোর, মরদেহ গোসলের ব্যবস্থা ও পার্কিং ব্যবস্থা। দ্বিতীয় তলায় থাকবে প্রধান নামাজ ঘর। এছাড়া থাকবে সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস কক্ষ এবং শাহান (উন্মুক্ত জায়গা বিশেষ করে ঈদের নামাজের জায়গা)। পর্যটকদের ভ্রমণসুবিধার কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের রিসার্চ সেন্টার, ইসলামিক লাইব্রেরি, খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমের থাকার পৃথক ব্যবস্থা, হিফজো ও মক্তবখানা।

থাকবে নারী-পুরুষের জন্য আলাদা অজুর ব্যবস্থা ও পৃথক নামাজের কক্ষ। এছাড়া অসুস্থ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সিঁড়ি ও শিশুদের জন্য শিক্ষাসুবিধা থাকবে।#