নওগাঁ ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

বদলগাছীতে বোরো মওসুমে নমুনা শস্য কর্তন উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ২৩ এপ্রিল ২০২১ :

নওগাঁর বদলগাছী উপজেলায় বোরো মওসুমে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলার বালুভারা ইউনিয়নের বারাতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য তফিজ উদ্দীনের তিন একর জমিতে লাগানো বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়।

এ উপলক্ষে সেখানে আয়োজিত কৃষক সমাবেশে উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শস্য কর্তন উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান (তিতু), বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আয়েন উদ্দীন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী সভাপতিত্ব করেন।

গত বছরের চেয়ে এবার ধানের ফলন বেশী হবে বলে ধারনা করছেন কৃষক তফিজ উদ্দীন। তিনি বলেন, কাটাই মাড়াইয়ের সময় কাঁচা আবস্থায় প্রতিমণ ধান এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা দামে বিক্রয় হবে বলে। বাজারদর এরকম থাকলে এবার চাষীরা লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, চলতি মওসুমে ১১ হাজার সাতশ ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, ‘উপজেলায় আজ থেকে অনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাধারণ কৃষক শ্রমিক সংকটের দূশ্চিন্তা করছেন। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে উত্তরের বিভিন্ন জেলা থেকে স্বাস্থবিধি মেনে শ্রমিক আনা শুরু করেছে। বদলগাছী উপজেলার বোরো মওসুমে ধান কাটতে শ্রমিক সঙ্কট হবেনা।’#

আপলোডকারীর তথ্য

বদলগাছীতে বোরো মওসুমে নমুনা শস্য কর্তন উদ্বোধন<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ২৩ এপ্রিল ২০২১ :

নওগাঁর বদলগাছী উপজেলায় বোরো মওসুমে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় উপজেলার বালুভারা ইউনিয়নের বারাতৈল গ্রামের সাবেক ইউপি সদস্য তফিজ উদ্দীনের তিন একর জমিতে লাগানো বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়।

এ উপলক্ষে সেখানে আয়োজিত কৃষক সমাবেশে উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শস্য কর্তন উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল হাসান (তিতু), বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আয়েন উদ্দীন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী সভাপতিত্ব করেন।

গত বছরের চেয়ে এবার ধানের ফলন বেশী হবে বলে ধারনা করছেন কৃষক তফিজ উদ্দীন। তিনি বলেন, কাটাই মাড়াইয়ের সময় কাঁচা আবস্থায় প্রতিমণ ধান এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা দামে বিক্রয় হবে বলে। বাজারদর এরকম থাকলে এবার চাষীরা লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিসার হাসান আলী বলেন, চলতি মওসুমে ১১ হাজার সাতশ ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে।
বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন, ‘উপজেলায় আজ থেকে অনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটার উদ্বোধন করা হয়েছে। উপজেলার সাধারণ কৃষক শ্রমিক সংকটের দূশ্চিন্তা করছেন। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে উত্তরের বিভিন্ন জেলা থেকে স্বাস্থবিধি মেনে শ্রমিক আনা শুরু করেছে। বদলগাছী উপজেলার বোরো মওসুমে ধান কাটতে শ্রমিক সঙ্কট হবেনা।’#