মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ২৩ এপ্রিল ২০২১ :
নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর (হরতকী) গ্রামে আদালতের নির্দেশনা অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে জোরপূর্বক ইটের বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
উপজেলার গোপালপুর মৌজার আর এস-২১৮/৩ নং খতিয়ানের হাল ১২০৭ নং দাগের ৭০ শতক জমির মধ্যে ৫৫ শতক উত্তর পুর্বাংশের সম্পত্তি নিয়ে ওই গ্রামের মৃত বদিউজ্জামানের ওয়ারিশগদের সাথে একই গ্রামের মৃত আব্দুল খালেকের দুই ছেলে আব্দুর রফিক (৪০) ও বেলাল (৩৫) এবং নিজামুদ্দীনের ছেলে বাসেদের (৫০) মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সম্প্রতি ওই সম্পত্তির খতিয়ানভুক্ত দাবিদার মো: আলী আকবর নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে ওই সম্পত্তি নিয়ে ফৌজদারী দন্ডবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ৪৯৮পি/২০২০ (সাপা)। গত ১১ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালত ওই মামলায় নালিশী সম্পত্তিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সাপাহার থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে সাপাহার থানা পুলিশ গত ১৫ ফেব্রুয়ারী উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য লিখিত নোটিশ দেন।
প্রতিপক্ষের আব্দুর রফিক ও তার লোকজন বিজ্ঞ আদালতের নির্দেশনা অমান্য করে ওই সম্পত্তির উপর ইট দিয়ে বাড়ি ঘর নির্মাণ শুরু করে। এ ঘটনায় বিবাদমান দুপক্ষের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়। বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ বেশ কয়েকবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।
পুলিশী বাধা উপেক্ষা করে প্রতিপক্ষের লোকজন গত সোমবার আবারও নালিশী সম্পত্তির উপর ইটের ঘর নির্মাণ শুরু কওে অদ্যাবধি অব্যাহত রেখেছে। প্রতিপক্ষের রফিকুল দাবি করেন, ওই সম্পত্তি তারা হাজী আব্দুস সামাদের নিকট থেকে কিনেছেন। তারা দীর্ঘদিন ধরে সেখানে বাড়ি ঘর নির্মাণ করে ভোগদখল করছেন। জোর করে তিনি কারো সম্পত্তি দখল করেননি। আদালতের নির্দেশনা অমান্যের ব্যাপারে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ওই সম্পত্তি নিয়ে দু’পক্ষের মধ্যে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। #