মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২২ এপ্রিল ২০২১ :
নওগাঁর মান্দায় কৃষি প্রণোদনার বিপুল পরিমান সার ও বীজ উদ্ধারের ঘটনায় আতাউর রহমান (৪৮) নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও শংকরপুর গ্রামের মৃত আসকান আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ওই ইউপি সদস্য দুটি রিক্সাভ্যানে করে কৃষি প্রণোদনার সার ও বীজ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হকের বাসায় নিয়ে যান। এনিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তখনই বিষয়টি উপজেলা চেয়ারম্যান, ইউএনও, সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। সংবাদ পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পৌঁছে মাহমুদুল হকের বাড়িতে তল্লাশী চালিয়ে ৪৮ বস্তা ডিএপি সার, ২১ বস্তা এমওপি (পটাশ) সার ও ৬৬ বস্তা ধানের বীজ উদ্ধার করে।
এসময় ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, ইউএনও আব্দুল হালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আটক ইউপি সদস্য আতাউর রহমান বলেন, ‘ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তারের পরামর্শে প্রণোদনার তালিকাভূক্ত কৃষকের কার্ডগুলো সংগ্রহ করেছি। কার্ডগুলো দিয়ে কৃষি দপ্তর থেকে সার ও বীজ উত্তোলন করি। পরে সেই সার-বীজ দুটি ভ্যানে করে বিক্রির জন্য মাহমুদুলের বাসায় নিয়ে যাই’।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার চলতি খরিপ মৌসুমে আউশ প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবছর উপজেলার ১৪টি ইউনিয়নে এক হাজার ছয়শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হবে। বৃহস্পতিবার উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণের দিন ধার্য্য ছিল।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, বিষয়টি অত্যন্ত দু:খজনক। ঘটনাস্থল মাহমুদুল হকের বাড়িতে মজুদ থাকা ১২৫ বস্তা সার ও বীজ জব্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#