মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৭ অক্টোবর ২০১৯ :
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে পালন উপলক্ষে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশের র্যালীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকালে মহাদেবপুর থানা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে এ বিষয়ে বক্তব্য দেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব ভোদন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অজিত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ প্রমুখ এতে অংশ নেন। #