মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ২২ এপ্রিল ২০২১ :
নওগাঁর নিয়ামতপুরে ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে মোবাইল কোর্টের অভিযানে দুই ইটভাটা মালিকের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট নিলুফা সরকার মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করেন।
মোবাইল কোর্টের বিচারক জানান, অভিযান পরিচালনার সময় ইটভাটায় গাছের গুড়ি পোড়ানোর সত্যতা পাওয়া গেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইলে অবস্থিত স্টার ব্রিক্স ইটভাটার মালিক রফিকুল ইসলাম শিমুলের ৬০ হাজার টাকা ও ভাবিচা ইউনিয়নের গাবতলীতে অবস্থিত দেশ ব্রিক্স ইটভাটার মালিক শাহিন সোনারের ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।#