মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২২ এপ্রিল ২০২১ :
নওগাঁর মান্দা উপজেলার একটি বাড়ি থেকে কৃষি প্রণোদনার বিনামূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য রাখা বিপুল পরিমাণ সার ও বীজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার বড়কৈড় গ্রামের মামুদুল হক নামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা সারমীন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে মামুদুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে আউশ প্রণোদনার ৪৮ বস্তা ডিএপি, ২১ বস্তা পটাশ ও ৬৬ বস্তা বীজ উদ্ধার করা হয়। তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মামুদুল।
তিনি জানান, এব্যাপারে মমুদুলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলার মোট এক হাজার ছয়শ কৃষকের মধ্যে এসব প্রণোদনা বিতরন করার কথা ছিলো।
অভিযানের সময় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: এমদাদুল হক মোল্লাসহ স্থানীয় কৃষি বিভাগ ও মান্দা থানা পুলিশ উপস্থিত ছিলেন।#