নওগাঁ ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে ওষুধের দোকানে ড্রাগ সুপারের অভিযান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগা, ২২ এপ্রিল ২০২১ :

নওগাঁর ধামইরহাটে ওষুধের দোকানগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর, টিএন্ডটির মোড় ও আমাইতাড়া বাজারে এ অভিযান চালানো হয়। এদিন ১৫টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন নওগাঁর সুপারিনটেনডেন্ট অব ড্রাগ মো. রিফাত হোসেন।

তিনি বলেন, মূলত: মেডিসিন দোকানের পরিবেশ সুরক্ষা ও সঠিক নিয়ম কানুন মেনে ওষুধ বিক্রি করতে দোকানদারদের সচেতন করার লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ধরণের সমস্যা পরিলক্ষিত হয়েছে। এসব সমস্যা তাদেরকে ধরিয়ে দেয়া হয়েছে এবং দ্রুত সেগুলোর সমাধানের কথা বলা হয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার টিএন্ডটি মোড়ের মামুন ফার্মেসী দোকানের মেডিসিন রাখার ফ্রিজে মেডিসিনের সাথে মাংস ও দুধ রাখা হয়েছে-যা কোনভাবেই রাখা যাবেনা। এছাড়া ওই দোকানের ভেতরে আলু ও বাইসাইকেল রাখা হয়েছে। মামুন ফার্মেসীর স্বত্বাধিকারী মো: হামিদুল ইসলামকে তার দোকান আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওইদিন তার দোকানের লাইসেন্সসহ সকল কাগজ খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, বিভিন্ন হাটে খোলা বাজারে মাটিতে পলেথিন বিছিয়ে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। আগামীতে হাটে গিয়ে এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে ওষুধের দোকানে ড্রাগ সুপারের অভিযান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৫৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, রায়হান আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নওগা, ২২ এপ্রিল ২০২১ :

নওগাঁর ধামইরহাটে ওষুধের দোকানগুলোতে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সদর, টিএন্ডটির মোড় ও আমাইতাড়া বাজারে এ অভিযান চালানো হয়। এদিন ১৫টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন নওগাঁর সুপারিনটেনডেন্ট অব ড্রাগ মো. রিফাত হোসেন।

তিনি বলেন, মূলত: মেডিসিন দোকানের পরিবেশ সুরক্ষা ও সঠিক নিয়ম কানুন মেনে ওষুধ বিক্রি করতে দোকানদারদের সচেতন করার লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ধরণের সমস্যা পরিলক্ষিত হয়েছে। এসব সমস্যা তাদেরকে ধরিয়ে দেয়া হয়েছে এবং দ্রুত সেগুলোর সমাধানের কথা বলা হয়েছে। তারপরও কেউ অনিয়ম করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলার টিএন্ডটি মোড়ের মামুন ফার্মেসী দোকানের মেডিসিন রাখার ফ্রিজে মেডিসিনের সাথে মাংস ও দুধ রাখা হয়েছে-যা কোনভাবেই রাখা যাবেনা। এছাড়া ওই দোকানের ভেতরে আলু ও বাইসাইকেল রাখা হয়েছে। মামুন ফার্মেসীর স্বত্বাধিকারী মো: হামিদুল ইসলামকে তার দোকান আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওইদিন তার দোকানের লাইসেন্সসহ সকল কাগজ খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, বিভিন্ন হাটে খোলা বাজারে মাটিতে পলেথিন বিছিয়ে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। আগামীতে হাটে গিয়ে এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।#