মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ এপ্রিল ২০২১ :
পবিত্র রমজান উপলক্ষ্যে নওগাঁর পোরশা থানা পুলিশের উদ্যেগে পথচারী অসহায় গরীব ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যার কিছুক্ষণ আগে উপজেলা সদর নিতপুরের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সাথে নিয়ে ইফতারি বিতরণ করেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আজম খাঁন।
তিনি জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম এর নির্দেশে নিজেদের অর্থে তারা এসব ইফতারি বিতরণ করছেন। তাদের সামর্থ অনুযায়ী অসহায় গরীবদের মাঝে ইফতার বিতরণের এই কার্যক্রম আগামী ৩০ রমজান পর্যন্ত অব্যাহত রাখবেন বলেও জানান।#