মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ২১ এপ্রিল ২০২১ :
পবিত্র রমজান মাস উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র, অসহায় ভাসমান মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন নওগাঁর নিয়ামতপুর থানা পুলিশ।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবিরের উদ্যোগে থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় নিজেদের সাধ্যমত এ ইফতার সামগ্রী বিতরণ করাক হয়।
মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যে ৬টায় উপজেলার ডাঙ্গাপাড়ায় তরফদার ফিলিং ষ্টেশনের সামনে অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণে ওসির সাথে আরো অংশ নেন এসআই তহছেনুজ্জামান, সেলিমুজ্জামান, আবুল কালাম, শাহাদাত হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, ডিএসবির কোরবান আলী, আকরাম হোসেন প্রমুখ।
ওসি বলেন, পুলিশের উদ্যোগে ইতোমধ্যে নানামুখী কর্মসূচী পালিত হয়ে আসছে। ইফতার বিতরণ তারই অংশ। করোনা মোকাবেলায় ঘরে থাকার বিকল্প নেই। নিম্নবিত্তের মানুষ, যাদের চলায় অসুবিধা হচ্ছে তাদের অনেকের বাসায়ই খাবার পৌঁছে দেয়া হয়েছে। আমাদের নিজেদের সাধ্যমত পুরো রমজান মাস জুড়ে এই ইফতার সামগ্রী উপজেলার বিভিন্ন স্থানে বিতরণ করা হবে।#