মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ এপ্রিল ২০২১ :
নওগাঁর মহাদেবপুরে করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে। করোনাকালীন সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রতিদিন উপজেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত পল্লী পর্যন্ত প্রচারণা, সচেতনতামূলক ক্যাম্পেইন, মাইকিং, মাস্ক বিতরণ প্রভৃতি কার্যক্রম চলছে। কঠোর বিধিনিষেধ (লকডাউন) ভঙ্গকারীদের বিরুদ্ধে চলছে জরিমানা, মামলা ও ভ্রাম্যমাণ আাদালত পরিচালনা।
এসব কাজে প্রশাসনের সব পর্যায়ের কর্মকর্তা ছাড়াও সম্পৃক্ত করা হয়েছে চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এদের কেউ কেউ নিজেরাই করোনায় আক্রান্ত পর্যন্ত হচ্ছেন। ইতিমধ্যে উপজেলা সমাজসেবা অফিসের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান মিলন জানান, প্রতিদিনের কার্যক্রমে অংশগ্রহণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের প্রত্যেকটিতে ১০ সদস্য বিশিষ্ট করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে রয়েছেন ওই ওয়ার্ডের মেম্বার, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক শিক্ষিকা, গণ্যমান্য ব্যক্তি। প্রতিদিন এই ৯শ’ স্বেচ্ছাসেবী নিজ নিজ ওয়ার্ডের গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, মসজিদ, হাট বাজার এমনকি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের মধ্যে সেবা দিচ্ছেন। তাদের কার্যক্রম তদারকি করছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এছাড়াও তদারকির জন্য রয়েছেন উপজেলা পর্যায়ের ১০ জন ট্যাগ অফিসার। তারা ৯শ’ স্বেচ্ছাসেবীর প্রতিদিনের কার্যক্রম মনিটরিং করছেন। এসব আবার সুপারভাইজ করছেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায়। তিনি নিয়মিত রিপোর্ট করছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে। ফলে পুরো কার্যক্রম চলছে শৃঙ্খলার সাথে।
ইউএনও জানান, প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সপ্তাহের একদিন তিনি নিজে এবং একদিন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসমা খাতুন উপজেলা সদরসহ বিভিন্ন প্রত্যন্ত পল্লীতে গিয়ে গিয়ে আদালত পরিচালনা করছেন। থানা পুলিশ, সশস্ত্র আনসার সদস্য একাজে তাদের সাথে থেকে সার্বিক সহযোগিতা করছেন। প্রতিদিনের করোনা প্রতিরোধ সংক্রান্ত ক্যাম্পেইন, প্রচারণা ইত্যাদিতে অংশ নিচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।
মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপজেলা সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৬৯ ধারায় চারটি মামলায় তিন হাজার দুইশ ৫০ টাকা জরিমানা আদায় করেন।
এদিন মহাদেবপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্কুলপাড়া, ২নং ওয়ার্ডের ফাজিলপুর, ৪নং ওয়ার্ডের সারাসন, ৫নং ওয়ার্ডের তেতুলপুকুর মোড়, হাসানপুর মোড়, ৯নং ওয়ার্ডের আখেড়া এলাকায় ওয়ার্ড করোনাভাইরাস প্রতিরোধ কমিটি রোগ বিস্তার রোধে সচেতনতামুলক অভিযান পরিচালনা করে এবং ইউপি চেয়ারম্যানের দেয়া মাস্ক বিতরণ করে। ট্যাগ অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম কার্যক্রমের তদারকি করেন। #