মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ১৮ এপ্রিল ২০২১ :
গত ২৪ ঘন্টায় নওগাঁয় আরো ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার আটশ’ ৭৭ জন।
নওগাঁর সিভিল সার্জনের কার্যালয়ের কন্ট্রোল রুমের বরাত দিয়ে ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর মোরশেদ মহাদেবপুর দর্পণকে জানান, গত শনিবার সন্ধ্যা পর্যন্ত নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে রয়েছেন নওগাঁ সদর উপজেলায় ২৪ জন, ধামইরহাট উপজেলায় ছয়জন, মহাদেবপুর উপজেলায় দুইজন, আত্রাই উপজেলায় দুইজন, রানীনগর উপজেলায় একজন, বদলগাছী উপজেলায় একজন ও নিয়ামতপুর উপজেলায় একজন।
গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ থেকে সুস্থ্য হয়েছেন ১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন এক হাজার ছয়শ’ ৪১ জন।
গত ২৪ ঘন্টায় নতুন করে হোম কোয়ারেনটাইনে নেয়া হয়েছে ৮১ জনকে। এ পর্যন্ত জেলায় সর্বমোট হোম কোয়ারেনটাইনে নেয়া হয় ২০ হাজার ১শ’ ৯৯ জনকে। এদের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ হাজার ৩শ ৬৪ জনকে। বর্তমানে হোম কোয়ারেনটাইনে রয়েছেন ছয়শ’ ৩৫ জন।
এজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৩২ জন।#