নওগাঁ ০৮:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছিত : মাদকসেবীর কারাদন্ড<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১০ এপ্রিল ২০২১ :

নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় এক বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার দায়ে চন্দন কুমার প্রামানিক (৩৫) নামে একব্যক্তিকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত চন্দন প্রামানিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক গ্রামের অমূল্য চন্দ্র প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, চন্দন কুমার মদ্যপ অবস্থায় শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে জয়বাংলার মোড়ে জুয়েলের দোকানে বীরমুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। এরপর বীরমুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে গভীর রাত পর্যন্ত ওই মোড়ে আটক করে রাখে মদ্যপ চন্দন।

সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বীরমুক্তিযোদ্ধা সন্তোষ প্রামনিককে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার সকালে অভিযান চালিয়ে চন্দনকে আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হকের কার্যালয়ে হাজির করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক বলেন, মদপান করে বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অপরাধ স্বীকার করায় চন্দন কুমারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মান্দায় বীরমুক্তিযোদ্ধা লাঞ্ছিত : মাদকসেবীর কারাদন্ড<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১০ এপ্রিল ২০২১ :

নওগাঁর মান্দায় মদ্যপ অবস্থায় এক বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার দায়ে চন্দন কুমার প্রামানিক (৩৫) নামে একব্যক্তিকে ৬ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত চন্দন প্রামানিক উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়মুল্লুক গ্রামের অমূল্য চন্দ্র প্রামানিকের ছেলে।

স্থানীয়রা জানান, চন্দন কুমার মদ্যপ অবস্থায় শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে জয়বাংলার মোড়ে জুয়েলের দোকানে বীরমুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে অকথ্য ভাষায় গালিগালাজসহ লাঞ্ছিত করে। এরপর বীরমুক্তিযোদ্ধা সন্তোষ প্রামানিককে গভীর রাত পর্যন্ত ওই মোড়ে আটক করে রাখে মদ্যপ চন্দন।

সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বীরমুক্তিযোদ্ধা সন্তোষ প্রামনিককে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার সকালে অভিযান চালিয়ে চন্দনকে আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হকের কার্যালয়ে হাজির করে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) ইমরানুল হক বলেন, মদপান করে বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অপরাধ স্বীকার করায় চন্দন কুমারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।