নওগাঁ ০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় আসিবাসী উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৯ এপ্রিল ২০২১ :

নওগাঁর মান্দায় ‘আদিবাসী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাটকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে অংশ নেন, উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি নৃপন্দ্রেনাথ মুন্ডা, সহ-সভাপতি অলিপ কুমার পাহান, সাধারণ সম্পাদক অলিপ পাহান, সদস্য সৌখিন কুমার পাহান, বৈদ্যপুর বিএম কলেজের প্রভাষক রাম গোপাল সরদার প্রমুখ।

সংস্থার সদস্যরা উপজেলার মান্দা সদর, পরাণপুর ও ভালাইন ইউনিয়নের ৪০ পরিবারের মাঝে ৩ কেজি আটা, আধা কেজি ডাল ও ১ টি করে মাস্ক বিতরণ করনে।

সভাপতি জানান, মান্দা এসসি মডলে পাইলট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণিমার দুই বছররে জন্য লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। #

আপলোডকারীর তথ্য

মান্দায় আসিবাসী উন্নয়ন সংস্থার ত্রাণ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৪৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৯ এপ্রিল ২০২১ :

নওগাঁর মান্দায় ‘আদিবাসী উন্নয়ন সংস্থা’র উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ঘাটকৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪০ টি পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণে অংশ নেন, উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি নৃপন্দ্রেনাথ মুন্ডা, সহ-সভাপতি অলিপ কুমার পাহান, সাধারণ সম্পাদক অলিপ পাহান, সদস্য সৌখিন কুমার পাহান, বৈদ্যপুর বিএম কলেজের প্রভাষক রাম গোপাল সরদার প্রমুখ।

সংস্থার সদস্যরা উপজেলার মান্দা সদর, পরাণপুর ও ভালাইন ইউনিয়নের ৪০ পরিবারের মাঝে ৩ কেজি আটা, আধা কেজি ডাল ও ১ টি করে মাস্ক বিতরণ করনে।

সভাপতি জানান, মান্দা এসসি মডলে পাইলট স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী পূর্ণিমার দুই বছররে জন্য লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে সংগঠনটি। #