নওগাঁ ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে ভূমিকম্প অনুভূত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ এপ্রিল ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৯ টা ২১ মিনিটে এ ভূমিকম্প শুরু হলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। অনেকেই ঘড় ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হয়। তবে উপজেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা সদর ও অন্যান্য উপজেলাতেও এই ভূমিকম্প হয় বলে মহাদেবপুর দর্পণের রিপোর্টাররা জানিয়েছেন।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে ভূমিকম্প অনুভূত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৪:০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ এপ্রিল ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে ভূমিকম্প অনুভূত হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) দিবাগত রাত ৯ টা ২১ মিনিটে এ ভূমিকম্প শুরু হলে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। অনেকেই ঘড় ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ১৫ থেকে ২০ সেকেন্ড স্থায়ী হয়। তবে উপজেলার কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জেলা সদর ও অন্যান্য উপজেলাতেও এই ভূমিকম্প হয় বলে মহাদেবপুর দর্পণের রিপোর্টাররা জানিয়েছেন।#