মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ মার্চ ২০২১ :
নিরস্ত্র প্রতিবাদী মানুষের উপর পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
রোববার (২৮ মার্চ) বিকেলে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন শান্ত, গোলাম ইয়াজদানী শাম্মি, কাজী আব্দুস সোবহান, সাইদুর রহমান, ১নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, সদস্য চঞ্চল রহমান, খাইরুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন দূরন্ত, সোহাগ হোসেন বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মাস্টার হাফিজুর রহমান জিল্লুর, জেলা ছাত্রদলের সদস্য আতিকুর রহমান আতিক, মেহেরাব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ, ছাত্রদল নেতা শিহাব রায়হান, সাগর, সোহেল, বাপ্পী কুমার মন্ডল, আতিকুর রহমান আতিক, গোলাম কিবরিয়া, কামরুজ্জামান প্রমুখ।
শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও করোনায় আক্রান্ত যুগ্ম মহাসচিব রিজভি আহমেদের সুস্থ্যতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন বিএনপি নেতা সাবেক ইউপি মেম্বার রেজাউল ইসলাম।#