মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, সাপাহার (নওগাঁ), ১৯ অক্টোবর ২০১৯ :
শুক্রবার সকালে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে নওগাঁর সাপাহারে জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বেলা সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্র্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটা হয়।
সেখানে আয়োজিত আলোচনা সভায় পরিষদের আহ্বায়ক চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্য আবু এরফান আলী সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজাহান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ইসফাত জেরিন মিনা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বকুল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাসেল রানা প্রমুখ। #