নওগাঁ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে রাবেয়া-এছাহাক স্মৃতি পদক বিতরণ (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, মহাদেবপুর (নওগাঁ), ২২ মার্চ ২০২১ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীর তীরে রাবেয়া পল্লীর ছায়া সুনিবির আম্রকাননে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি পালন ও রাবেয়া-এছাহাক স্মৃতি পদক বিতরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২২ মার্চ) সকাল ৯টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে নেতৃত্ব দেন। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের অবহেলিত স্থানে থেকে অবদান রাখায় মানুষের পাশে থেকে লড়াইয়ের স্বীকৃতি স্বরুপ ৩২ জনের মধ্যে রাবেয়া-এছাহাক স্মৃতি পদক হিসেবে একটি ক্রেষ্ট ও উপহার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন এতে সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলে রাব্বি বকু যোগ দেন। অনুষ্ঠানে নিজস্ব শিল্পীরা কোরআন তেলওয়াত, হামদ ও না’ত, কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাবেয়া পল্লীর পরিচালক সমাজসেবক ওবায়দুল হক বাচ্চু।

অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, গাছে গাছে শোভিত আম্রকাননে গ্রামীণ ঐতিহ্যে বাঁশ দিয়ে নান্দনিকভাবে সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চের উপরিভাগেও দেয়া হয়েছে বাঁশের কাবারির ছাউনি। কাবারি দিয়ে সাজানো হয়েছে শৈল্পিক ব্যাক গ্রাউন্ড। গতানিগতিক ডেকোরেশনের কাপড়ের ছামিয়ানা ব্যবহার করা হয়নি কোথাও। গাছে গাছে তৈরি হয়েছে প্রাকৃতিক ছামিয়ানা। গ্রাউন্ডের চারিদিক সাজানো হয়েছে বঙ্গবন্ধুর নানান কর্মকান্ডের ছবি দিয়ে। বাঁশ দিয়েই তৈরি করা হয়েছে বক্তব্য দেয়ার ডাইস।

অনুষ্ঠানে মহাদেবপুরের প্রথম সফল শিশু সংগঠক, ধারাভাষ্যকার ও সাংবাদিতায় বিশেষ অবদানের জন্য মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ, এম, সাঈদ টিটোকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পরিবেশবিদ পাখি গবেষক মুনসুর সরকার, সুদুর রাজশাহী থেকে বাইসাইকেলযোগে দৈনিক পত্রিকা এনে সরবরাহ করায় অসিত দাস, প্রথম নারী সংগঠক মাজেদা খাতুন, কবি অধ্যক্ষ আরিফুর রহমান, মরমী কবি লালন সাধক সৈয়দ দিনবন্ধু চিশতি, তারুণ্যের কবি ইসমাইল হোসেন মন্ডল, পরিচ্ছন্নতা কর্মী শীতল মনি পাহান, ঝুরমুন পাহান, জল পাহান, জোৎস্না পাহান, তারা মন্ডল, উপজেলা তথ্যসেবা উদ্যোক্তা সুনিল কুমার ওড়াও, বগুড়া আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজ উদ্দিন, আদর্শ কৃষক সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা ক্লাবের সম্পাদক আনসার আলী, কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়। সমাজের বিভিন্ন স্তরের কর্মীদের সম্মাননা দেয়ার বিষয়টি এলাকার জনমনে দারুন উৎসাহের সৃষ্টি করেছে। এর উদ্যোক্তাকে তারা সাধুবাদ জানান।

অতিথিরা ছাড়াও সম্মাননা তুলে দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার লোদী, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক করতোয়ার মহাদেবপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক নিবাশ চন্দ্র বর্ম্মণ, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের পরিচালক দিপংকর লাকড়া প্রমুখ। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে রাবেয়া-এছাহাক স্মৃতি পদক বিতরণ (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১০:২১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী রওশন জাহান, মহাদেবপুর (নওগাঁ), ২২ মার্চ ২০২১ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের আত্রাই নদীর তীরে রাবেয়া পল্লীর ছায়া সুনিবির আম্রকাননে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি পালন ও রাবেয়া-এছাহাক স্মৃতি পদক বিতরণ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (২২ মার্চ) সকাল ৯টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন এতে নেতৃত্ব দেন। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে সমাজের অবহেলিত স্থানে থেকে অবদান রাখায় মানুষের পাশে থেকে লড়াইয়ের স্বীকৃতি স্বরুপ ৩২ জনের মধ্যে রাবেয়া-এছাহাক স্মৃতি পদক হিসেবে একটি ক্রেষ্ট ও উপহার বিতরণ করা হয়। ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) আসমা খাতুন এতে সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিকেলে অনুষ্ঠানে নওগাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ফজলে রাব্বি বকু যোগ দেন। অনুষ্ঠানে নিজস্ব শিল্পীরা কোরআন তেলওয়াত, হামদ ও না’ত, কবিতা আবৃতি, সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন রাবেয়া পল্লীর পরিচালক সমাজসেবক ওবায়দুল হক বাচ্চু।

অনুষ্ঠানস্থলে গিয়ে দেখা যায়, গাছে গাছে শোভিত আম্রকাননে গ্রামীণ ঐতিহ্যে বাঁশ দিয়ে নান্দনিকভাবে সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চের উপরিভাগেও দেয়া হয়েছে বাঁশের কাবারির ছাউনি। কাবারি দিয়ে সাজানো হয়েছে শৈল্পিক ব্যাক গ্রাউন্ড। গতানিগতিক ডেকোরেশনের কাপড়ের ছামিয়ানা ব্যবহার করা হয়নি কোথাও। গাছে গাছে তৈরি হয়েছে প্রাকৃতিক ছামিয়ানা। গ্রাউন্ডের চারিদিক সাজানো হয়েছে বঙ্গবন্ধুর নানান কর্মকান্ডের ছবি দিয়ে। বাঁশ দিয়েই তৈরি করা হয়েছে বক্তব্য দেয়ার ডাইস।

অনুষ্ঠানে মহাদেবপুরের প্রথম সফল শিশু সংগঠক, ধারাভাষ্যকার ও সাংবাদিতায় বিশেষ অবদানের জন্য মহাদেবপুর দর্পণের সম্পাদক কিউ, এম, সাঈদ টিটোকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পরিবেশবিদ পাখি গবেষক মুনসুর সরকার, সুদুর রাজশাহী থেকে বাইসাইকেলযোগে দৈনিক পত্রিকা এনে সরবরাহ করায় অসিত দাস, প্রথম নারী সংগঠক মাজেদা খাতুন, কবি অধ্যক্ষ আরিফুর রহমান, মরমী কবি লালন সাধক সৈয়দ দিনবন্ধু চিশতি, তারুণ্যের কবি ইসমাইল হোসেন মন্ডল, পরিচ্ছন্নতা কর্মী শীতল মনি পাহান, ঝুরমুন পাহান, জল পাহান, জোৎস্না পাহান, তারা মন্ডল, উপজেলা তথ্যসেবা উদ্যোক্তা সুনিল কুমার ওড়াও, বগুড়া আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি প্রফেসর মীর আব্দুর রাজ্জাক, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজ উদ্দিন, আদর্শ কৃষক সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা ক্লাবের সম্পাদক আনসার আলী, কয়েকজন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বকে সম্মাননা দেয়া হয়। সমাজের বিভিন্ন স্তরের কর্মীদের সম্মাননা দেয়ার বিষয়টি এলাকার জনমনে দারুন উৎসাহের সৃষ্টি করেছে। এর উদ্যোক্তাকে তারা সাধুবাদ জানান।

অতিথিরা ছাড়াও সম্মাননা তুলে দেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ার লোদী, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক করতোয়ার মহাদেবপুর প্রতিনিধি সাখাওয়াত হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালক নিবাশ চন্দ্র বর্ম্মণ, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের পরিচালক দিপংকর লাকড়া প্রমুখ। #