নওগাঁ ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুরে আত্রাই নদীর মাছ হরিলুট (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ মার্চ ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে সংশ্লিষ্ট প্রশাসনের প্রকাশ্য সহযোগিতায় আত্রাই নদীর মাছ হরিলুট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে কাঠা দিয়ে রেখে একটি প্রভাবশালী মহল প্রকৃত মৎস্যজীবিদের ফাঁকি দিয়ে লাখ লাখ টাকার মাছ ধরে নিচ্ছে। সরকারিভাবে গড়া মৎস্য অভয়াশ্রমে প্রকাশ্য দিবালোকে মাছ ধরা হচ্ছে। এর দেখভাল করার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়নি।

বুধবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা সদরের আত্রাই নদী এলাকায় গিয়ে দেখা যায় নতুন ও পুরাতন ব্রিজের উভয় পাশের্^ স্থানে স্থানে গাছের ডালপালা ফেলে কাঠা দিয়ে রাখা হয়েছে। অসংখ্য জায়গায় অবৈধ কারেন্ট জাল দিয়ে ঘিরে মাছ ধরা হচ্ছে। আড়াআড়িভাবে পুরো নদী জুড়ে ফেলে রাখা হয়েছে কৈজালা।

নতুন ব্রিজের অদূরে পশ্চিম পাশের্^ মধুবন নামক স্থানে বিশাল এলাকা নেটজাল দিয়ে ঘিরে মাছ ধরা হচ্ছে। সেখানে মাছ ধরা জেলেরা জানালেন, এলাকার ১০ জন প্রভাবশালী ব্যক্তি গত দুই মাস আগে এই বিশাল জায়গায় কাঠা দিয়ে রেখেছেন। এখানে কয়েক লাখ টাকার মাছ আছে। তারা এগুলো ধরে দেয়ার চুক্তি নিয়েছেন। এখানে অসংখ্য মা মাছ রয়েছে বলেও তারা জানান।

স্থানীয় পরিবেশবিদ পাখি ও মৎস্য অভয়াশ্রমের উদ্যোক্তা মুনসুর সরকার বলেন, এবছর এই চৈত্র মাসে আত্রাই নদীতে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পানির প্রবাহ দেখা যাচ্ছে। ফলে নদীতে প্রচুর মাছ হচ্ছে। কিন্তু এখানকার মা মাছগুলো ধরা হলে আগামীতে নদী মাছশুণ্য হয়ে পড়বে। তিনি বলেন, ব্যক্তিগত কাঠা দেয়ার ফলে এলাকার শতাধিক প্রকৃত জেলে বঞ্চিত হচ্ছেন।

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, পুরাতন ব্রিজের কাছে সরকারি উদ্যোগে একটি মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। এর পাশের্^ই কাঠা দিয়ে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ। তবে গত দুই মাসেও এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি তা তিনি জানাতে পারেননি।#

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে আত্রাই নদীর মাছ হরিলুট (ভিডিও)<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:০৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ মার্চ ২০২১ :

নওগাঁর মহাদেবপুরে সংশ্লিষ্ট প্রশাসনের প্রকাশ্য সহযোগিতায় আত্রাই নদীর মাছ হরিলুট হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থানে প্রকাশ্যে কাঠা দিয়ে রেখে একটি প্রভাবশালী মহল প্রকৃত মৎস্যজীবিদের ফাঁকি দিয়ে লাখ লাখ টাকার মাছ ধরে নিচ্ছে। সরকারিভাবে গড়া মৎস্য অভয়াশ্রমে প্রকাশ্য দিবালোকে মাছ ধরা হচ্ছে। এর দেখভাল করার দায়িত্বে নিয়োজিত কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়নি।

বুধবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা সদরের আত্রাই নদী এলাকায় গিয়ে দেখা যায় নতুন ও পুরাতন ব্রিজের উভয় পাশের্^ স্থানে স্থানে গাছের ডালপালা ফেলে কাঠা দিয়ে রাখা হয়েছে। অসংখ্য জায়গায় অবৈধ কারেন্ট জাল দিয়ে ঘিরে মাছ ধরা হচ্ছে। আড়াআড়িভাবে পুরো নদী জুড়ে ফেলে রাখা হয়েছে কৈজালা।

নতুন ব্রিজের অদূরে পশ্চিম পাশের্^ মধুবন নামক স্থানে বিশাল এলাকা নেটজাল দিয়ে ঘিরে মাছ ধরা হচ্ছে। সেখানে মাছ ধরা জেলেরা জানালেন, এলাকার ১০ জন প্রভাবশালী ব্যক্তি গত দুই মাস আগে এই বিশাল জায়গায় কাঠা দিয়ে রেখেছেন। এখানে কয়েক লাখ টাকার মাছ আছে। তারা এগুলো ধরে দেয়ার চুক্তি নিয়েছেন। এখানে অসংখ্য মা মাছ রয়েছে বলেও তারা জানান।

স্থানীয় পরিবেশবিদ পাখি ও মৎস্য অভয়াশ্রমের উদ্যোক্তা মুনসুর সরকার বলেন, এবছর এই চৈত্র মাসে আত্রাই নদীতে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি পানির প্রবাহ দেখা যাচ্ছে। ফলে নদীতে প্রচুর মাছ হচ্ছে। কিন্তু এখানকার মা মাছগুলো ধরা হলে আগামীতে নদী মাছশুণ্য হয়ে পড়বে। তিনি বলেন, ব্যক্তিগত কাঠা দেয়ার ফলে এলাকার শতাধিক প্রকৃত জেলে বঞ্চিত হচ্ছেন।

জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান বলেন, পুরাতন ব্রিজের কাছে সরকারি উদ্যোগে একটি মৎস্য অভয়াশ্রম তৈরি করা হয়েছে। এর পাশের্^ই কাঠা দিয়ে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ। তবে গত দুই মাসেও এদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হয়নি তা তিনি জানাতে পারেননি।#