
মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৬ মার্চ ২০২১ :

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল বাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিলের অষ্টম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শনিবার (৬ মার্চ) সকালে তাঁর গ্রামের বাড়ী চকপ্রাণে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মরহুমের বড় ছেলে নওগা-৫ (সদর) এমপি ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ দলের বিভিন্ন অংগসংগঠনের পক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

উল্লেখ্য, মরহুম আব্দুল জলিল ২০১৩ সালের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। এছাড়াও বিরোধীদলীয় চিফ হুইপ ছিলেন। মৃত্যুর আগে মরহুম আব্দুল জলিল ১৯৯৬-২০০১ বাংলদেশ আওয়ামী লীগ সরকারের সময় টানা তিন বছর বানিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্রান্তিকালে দলের সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি নওগাঁ-৫ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বয়:সন্ধিকালে তিনি নানা রোগে আক্রান্ত ছিলেন। ২০১৩ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিযাবেদ হাসপাতালে স্থানান্তর করা হয়। আর ৬ মার্চ সন্ধ্যায় তিনি শেষ নিশ্বাস করেন।#