নওগাঁ ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৬ মার্চ ২০২১ :

চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বোরো ধানের পাশাপাশি কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার বিভিন্ন এলাকা গমের সবুজ গাছে ভরে গেছে। গম চাষে খরচ ও শ্রম দুটোই কম লাগে। প্রতি বিঘা জমিতে গম চাষ করতে কৃষকের খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা। ফলে অনেকেই গম চাষে ঝুঁকেছেন।

উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, উপজেলা কৃষি অফিস ও বিএমডিএর উৎসাহে তিনি এবার ১২০ বিঘা জমিতে বারি গম ৩৩ চাষ করেছেন। গম ভাল হয়েছে। এতে তিনি খুব খুশি। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবং দাম ভাল পেলে জমি থেকে উত্তোলনের পরে গম বীজ আকারে বিক্রি করবেন বলে জানান।

তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ও পূর্বগ্রামের কৃষক মহব্বত আলী ও জাহাঙ্গীর আলম জানান, তারা নিজ উদ্যেগে ৫ বিঘা জমিতে গম চাষ করেছেন। তারা আশা করছেন তাদের জমিতে ১০মন থেকে ১২মন গম উৎপাদন হবে। এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় গমের ফলন ভাল পাবেন বলে আশা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, গত বছরের চেয়ে এ বছরে গমের চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর এ উপজেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এবছর হয়েছে ৪ হাজার ৫২০ হেক্টর। এবারে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫৬০ মেট্রিকটন।

তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদিত খাদ্য মানবদেহে পুষ্টি বৃদ্ধি করতে যা করতে হয় তার সব পরামর্শ কৃষকদের তারা দিয়ে যাচ্ছেন। সরকারিভাবে প্রণোদনা সহায়তাসহ মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। ফলন ভাল হওয়ার জন্য উপজেলার কৃষকরা অধিক পরিমানে বারিগম-৩০ চাষ করছেন। এ ছাড়াও বারিগম-৩৩, ২৮ ও ৩২ জাতের গম চাষ করছেন। চলতি মাসের শেষে কৃষকরা গম কেটে তাদের ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান।#

আপলোডকারীর তথ্য

পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১

মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৬ মার্চ ২০২১ :

চলতি রবি মৌসুমে নওগাঁর পোরশায় গমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বোরো ধানের পাশাপাশি কৃষকরা গম চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার বিভিন্ন এলাকা গমের সবুজ গাছে ভরে গেছে। গম চাষে খরচ ও শ্রম দুটোই কম লাগে। প্রতি বিঘা জমিতে গম চাষ করতে কৃষকের খরচ হয় ৫ থেকে ৬ হাজার টাকা। ফলে অনেকেই গম চাষে ঝুঁকেছেন।

উপজেলার ছাওড় ইউনিয়নের দক্ষিণ লক্ষিপুর গ্রামের কৃষক ইসমাইল হোসেন জানান, উপজেলা কৃষি অফিস ও বিএমডিএর উৎসাহে তিনি এবার ১২০ বিঘা জমিতে বারি গম ৩৩ চাষ করেছেন। গম ভাল হয়েছে। এতে তিনি খুব খুশি। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবং দাম ভাল পেলে জমি থেকে উত্তোলনের পরে গম বীজ আকারে বিক্রি করবেন বলে জানান।

তেঁতুলিয়া ইউনিয়নের জালুয়া ও পূর্বগ্রামের কৃষক মহব্বত আলী ও জাহাঙ্গীর আলম জানান, তারা নিজ উদ্যেগে ৫ বিঘা জমিতে গম চাষ করেছেন। তারা আশা করছেন তাদের জমিতে ১০মন থেকে ১২মন গম উৎপাদন হবে। এ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় গমের ফলন ভাল পাবেন বলে আশা করছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, গত বছরের চেয়ে এ বছরে গমের চাষ বৃদ্ধি পেয়েছে। গত বছর এ উপজেলায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এবছর হয়েছে ৪ হাজার ৫২০ হেক্টর। এবারে গম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫৬০ মেট্রিকটন।

তিনি জানান, নিরাপদ খাদ্য উৎপাদন ও উৎপাদিত খাদ্য মানবদেহে পুষ্টি বৃদ্ধি করতে যা করতে হয় তার সব পরামর্শ কৃষকদের তারা দিয়ে যাচ্ছেন। সরকারিভাবে প্রণোদনা সহায়তাসহ মাঠ পর্যায়ে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়ার জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। ফলন ভাল হওয়ার জন্য উপজেলার কৃষকরা অধিক পরিমানে বারিগম-৩০ চাষ করছেন। এ ছাড়াও বারিগম-৩৩, ২৮ ও ৩২ জাতের গম চাষ করছেন। চলতি মাসের শেষে কৃষকরা গম কেটে তাদের ঘরে তুলতে পারবেন বলে তিনি জানান।#