মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১৮ অক্টোবর ২০১৯ :
মঙ্গলবার দুপুরে নওগাঁর মহাদেবপুর ইউএনওর অফিস কক্ষে অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিকের বদলীজনিত বিদায় সম্বর্ধনার আয়োজন করা হয়।
সম্প্রতি তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর অতিরিক্ত উপ-পরিচালকের কার্যালয়ে বদলী করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, পশু সম্পদ কর্মকর্তা ডা: খুরশীদ আলম রতন, বন কর্মকর্তা আহসান হাবীব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌফিক আল জোবায়ের প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরিদুল করিম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
সভাপতি বিদায়ী কর্মকর্তারক হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। #