মহাদেবপুর দর্পণ, এম, এ, মালেক, স্টাফ রিপোর্টার, ধামইরহাট (নওগাঁ), ২ মার্চ ২০২১ :
মঙ্গলবার (২ মার্চ) বিকেলে নওগাঁর ধামইরহাটে মহিলা ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ উমার ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক এবং জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো: শহীদুজ্জামান সরকার এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন সম্মেলন উদ্বোধন করেন। সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম এতে প্রধান বক্তা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রফিবুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ওবায়দুল হক সরকার, যুগ্ম সাধারন সম্পাদক ও ধামইরহাট পৌর মেয়র আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইমরুল কায়েশ বাদল, আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়া হোসাইন, সাধারন সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। সাধারন সম্পাদক মো. শাহজাহান আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।#