মহাদেবপুর দর্পণ, মাহমুদুন নবী বেলাল, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ২ মার্চ ২০২১ :
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে মঙ্গলবার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালির আয়োজন করা হয়।
জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
অন্যদের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভিন আখতার, সাধারন সম্পাদক লিপি সাহা, সাংঠনিক সম্পাদক লাবনী সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বীর রহমান রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান শিউল প্রমুখ এতে নেতৃত্ব দেন।#