নওগাঁ ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় মুকুলে মুকুলে ভরে গেছে আমবাগান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১ মার্চ ২০২১ :

আমের নতুন রাজধানী বলে খ্যাত নওগাঁর পোরশায় মুকুলে মুকুলে ভরে গেছে আমবাগান। সারি সারি আমবাগান থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। যেদিকে চোখ যায়, বাগানগুলোতে দেখা যায় শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা।

মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এর মধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যস্ত মধু আহরণে।

মুকুলের সমারোহ দেখে আম চাষীরা খুশি। সোনালী স্বপ্নে বিভোর এ উপজেলার আমচাষী আরবাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁ জেলার এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হয়েছে। এবারে এ উপজেলায় আম চাষ হয়েছে ১০হাজার ৫৫০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ মেট্রিক টন। এখানে এবার মোট ১ লক্ষ ২৬ হাজার ৬০০ মেট্রিক টন আম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এই উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এখানকার চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভাল হয়। চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন।

তিনি জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।#

আপলোডকারীর তথ্য

পোরশায় মুকুলে মুকুলে ভরে গেছে আমবাগান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৭:২১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১ মার্চ ২০২১ :

আমের নতুন রাজধানী বলে খ্যাত নওগাঁর পোরশায় মুকুলে মুকুলে ভরে গেছে আমবাগান। সারি সারি আমবাগান থেকে বের হচ্ছে মুকুলের মৌ-মৌ গন্ধ। যেদিকে চোখ যায়, বাগানগুলোতে দেখা যায় শুধু মুকুল আর মুকুল। গাছে গাছে ভরে আছে দৃশ্যমান সোনালী মুকুলের আভা।

মুকুলের ভারে প্রতিটি আম গাছের মাথা নুয়ে পড়ার উপক্রম। এর মধ্যে দেখা যাচ্ছে মৌমাছিরা যেন ব্যস্ত মধু আহরণে।

মুকুলের সমারোহ দেখে আম চাষীরা খুশি। সোনালী স্বপ্নে বিভোর এ উপজেলার আমচাষী আরবাগান মালিকরা। আবহাওয়া অনুকুলে থাকলে এবছর আমের বাম্পার ফলন হবে বলে আশা করছেন তারা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নওগাঁ জেলার এ উপজেলায় সব চাইতে বেশি আম চাষ হয়েছে। এবারে এ উপজেলায় আম চাষ হয়েছে ১০হাজার ৫৫০ হেক্টর জমিতে। হেক্টর প্রতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১২ মেট্রিক টন। এখানে এবার মোট ১ লক্ষ ২৬ হাজার ৬০০ মেট্রিক টন আম পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহফুজ আলম জানান, এই উপজেলায় প্রতি বছর আমের উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়েই চলেছে। এখানে উৎপাদিত আমের চাহিদা দেশে এবং দেশের বাইরে বেশ ভাল। এখানকার চাষিরা সবাই বানিজ্যিক ভিত্তিতে আমচাষ করছেন। ফলে তারা আম চাষে দক্ষ হওয়ায় আমের উৎপাদন ভাল হয়। চাষিরাও সে লক্ষ্যে কাজ করছেন।

তিনি জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভাল রয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভাল থাকলে এবছর পোরশায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।#