নওগাঁ ১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ন্যয়ের পক্ষে কাজ করবেন মহাদেবপুরের নয়া ওসি আজম<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ ফেব্রুয়ারী ২০২১ :

রোববার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর থানায় নয়া অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আজম উদ্দিন মাহমুদ। এর আগে তিনি কুমিল্লার ব্রাম্মণপাড়া থানায় ওসি হিবেবে কর্মরত ছিলেন। তিনি থানায় পৌঁছলে অন্যান্য অফিসাররা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি ২০০৪ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিভিন্ন সময় চট্রগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব প্রভৃতিতে দায়িত্ব পালন করেন।

নয়া ওসি বলেন, তিনি আইনের সেবক। সব সময় আইনকে সমুন্নত রেখে দায়িত্ব পালন করবেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। ন্যয় বিচারের পক্ষে কাজ করবেন এবং সাধারণ জনতাকে আইনের ব্যাপারে সচেতন করে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষ পুলিশের সেবা নিতে যাতে করে কোনরকম হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখবেন বলে জানান।#

আপলোডকারীর তথ্য

ন্যয়ের পক্ষে কাজ করবেন মহাদেবপুরের নয়া ওসি আজম<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:০০:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২৮ ফেব্রুয়ারী ২০২১ :

রোববার (২৮ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নওগাঁর মহাদেবপুর থানায় নয়া অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আজম উদ্দিন মাহমুদ। এর আগে তিনি কুমিল্লার ব্রাম্মণপাড়া থানায় ওসি হিবেবে কর্মরত ছিলেন। তিনি থানায় পৌঁছলে অন্যান্য অফিসাররা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

তিনি ২০০৪ সালে এসআই হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। বিভিন্ন সময় চট্রগ্রাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব প্রভৃতিতে দায়িত্ব পালন করেন।

নয়া ওসি বলেন, তিনি আইনের সেবক। সব সময় আইনকে সমুন্নত রেখে দায়িত্ব পালন করবেন। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স দেখাবেন। ন্যয় বিচারের পক্ষে কাজ করবেন এবং সাধারণ জনতাকে আইনের ব্যাপারে সচেতন করে তুলতে কাজ করবেন। সাধারণ মানুষ পুলিশের সেবা নিতে যাতে করে কোনরকম হয়রানীর শিকার না হয় সে ব্যাপারেও নজর রাখবেন বলে জানান।#