মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ২১ ফেব্রুয়ারী ২০২১ :
রোববার (২১ ফেব্রুয়ারী) নওগাঁর মহাদেবপুরে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়।
সরকারিভাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও দোওয়া পরিচালনা, সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ¦ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম আলোচনা সভায় প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারাম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা খাতুন, মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুন-অর-রশিদ, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক মীর আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সহযোগী অধ্যাপক হাফিজুল হক বকুল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুন চন্দ্র রায়।
প্রধান অতিথি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে।#