মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২১ ফেব্রুয়ারী ২০২১ :
রোববার (২১ ফেব্রুয়ারী) দুপুরে নওগাঁর মান্দায় দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী সইবর আলী (৪০) ও তার স্ত্রী রেহেনা বেগম (৩০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের মেয়ে শাকিলা (১১)। তারা নিয়ামতপুর উপজেলার দারাজপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, তারা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মান্দা আসার পথে মান্দা-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের মান্দা উপজেলার গোয়ালপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর তাদেরকে চাপা দেয়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অন্য দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সইবর আলীকে মৃত ঘোষণা করেন। মেয়ে শাকিলাকে সেখানে ভর্তি করানো হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক্টরের চালককেও পুলিশ আটক করেছে বলেও জানান।#