
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ১৬ ফেব্রুয়ারী ২০২১ :
মঙ্গলবার দুপুরে নওগাঁর পোরশায় উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে কোভিড-১৯ এর টিকা গ্রহণ উদ্বুদ্ধকরণ সংক্রান্ত জনসচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা।
অন্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব হাসান, উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা সরকার, প্রশিক্ষক উমর ফারুকসহ আনসার ও ভিডিপির ইউনিয়ন পর্যায়ের দলনেতা দলনেত্রী ও সদস্যরা এতে উপস্থিত ছিলেন।#