
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১৫ ফেব্রুয়ারী ২০২১ :
নওগাঁয় আইনজীবিদের উপর পুলিশী হামলার দায়ে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্তের সুপারিশ করায় ঘটনার দুসপ্তাহ পর আইনজীবিরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় নওগাঁ এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বারের নবনির্বাচিত সভাপতি এ্যাডভোকেট সরদার সালাহ উদ্দিন মিন্টু এ ঘোষানা দেন।
এসময় বারের সাধারণ সম্পাদক মো: আশফাকুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয় রোববার বিকেলে আয়োজিত বারের সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি প্রত্যাহারের এই ঘোষনা দেয়া হয়।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারী রিক্সাযোগে কোর্ট চত্বরে প্রবেশের সময় পরিচয় দেয়ার পরও জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সদস্য আবু সাঈদ মুরাদকে পুলিশ বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উপস্থিত পুলিশ সদস্যরা তাকে রাইফেলের বাট ও লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে তিনি মারাত্মক আহত হন। এর প্রতিবাদে আইনজীবিরা ৪দিন পুরোপুরি কলম বিরতি পালন, কালোব্যাচ ধারন, বার ভবনে কালো পতাকা উত্তোলন ও মৌন মিছিলসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন। এব্যাপারে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো: আব্দুল মান্নান মিয়া বিপিএম সেদিন সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের ক্লোজ করে অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল আকতারের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটির তদন্তে দোষী প্রমানিত হওয়ায় ঘটনার সাথে জড়িত চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্ত্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়।#