মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১০ জানুয়ারী ২০২১ :
মঙ্গলবার (৯ জানুয়ারী) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের ডিমজাউন মাদ্রাসা মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ‘বারি সরিষা-১৪’ এর বীজ উৎপাদন ও প্রদর্শনের উপর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশনের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুন চন্দ্র রায় এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন নবী আনসারী বাবু, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মীর আমজাদ হোসেন, উপ সহকারী কৃষি অফিসার মকিম উদ্দিন দেওয়ান, আব্দুল মমিন, আবু সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। এলাকার শতাধিক নারী-পুরুষ কৃষক এতে অংশ নেন।#