নওগাঁ ০৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :

রোববার (৩১ জানুয়ারী) দুপুরে নওগাঁর ধামইরহাট মহিলা কলেজে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।

অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রকল্প কর্মকর্তা গ্লোরিয়া রোজারিও, জুনিয়র অফিসার আনোয়ার হোসেন, সুপারভাইজার আবু ইউসুফ সরকার প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলমপুর, উমার, ধামইরহাট ইউনিয়ন ও পৌরসভা এবং জাহানপুর ইউনিয়নের পাঁচশ’ পরিবার প্রত্যেককে ৫টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ২টি সেনেটারী প্যাড, ৩৫টি মাস্ক, একটি বালতি, একটি গামলা বিতরণ করা হয়।#

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৩:০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :

রোববার (৩১ জানুয়ারী) দুপুরে নওগাঁর ধামইরহাট মহিলা কলেজে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এরিয়া প্রোগ্রামের আয়োজনে কোভিড সুরক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আজাহার আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন।

অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রকল্প কর্মকর্তা গ্লোরিয়া রোজারিও, জুনিয়র অফিসার আনোয়ার হোসেন, সুপারভাইজার আবু ইউসুফ সরকার প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আলমপুর, উমার, ধামইরহাট ইউনিয়ন ও পৌরসভা এবং জাহানপুর ইউনিয়নের পাঁচশ’ পরিবার প্রত্যেককে ৫টি সাবান, ১ কেজি ডিটারজেন্ট পাউডার, ২টি সেনেটারী প্যাড, ৩৫টি মাস্ক, একটি বালতি, একটি গামলা বিতরণ করা হয়।#