নওগাঁ ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, শহীদুল ইসলাম জি, এম, মিঠন, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :

উত্তরের হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়েছে উত্তরের জেলা নওগাঁতে। কুয়াশা আর কনকনে শীতে ইতোমধ্যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। সবচয়ে বেশি বেকায়দায় পড়েছেন সাধারন খেটে খাওয়া কামলা, কৃষি শ্রমিক, শ্রমজিবী মানুষ। কাজ না করলে যাদের দুবেলা দুমুঠো খাবার জোটে না এমন মানুষেরা শীতের প্রকোপে পরেছেন বেকায়দায়।

প্রচণ্ড ঠান্ডায় ভিড় বাড়ছে হাসপাতাল গুলোতে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগে শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আবার সন্ধ্যা থেকে কুয়াশা শুরু হয়ে সকাল পর্যন্ত স্থায়ী হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে ঝলমল করলেও শীতের মাত্রা কমছে না।

নওগাঁর বদলগাছী আবহাওয়া উপকেন্দ্রে রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শহরের কাজির মোড় এলাকার বৃদ্ধ রিকশা চালক আজাহার বলেন, ‘শীতের কারণে টিনের ঝুপড়ি ঘরে থাকতে পারছি না। প্রচন্ড ঠান্ডায় আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করছি। এ পর্যন্ত সরকারি কোন কম্বলও জোটেনি ভাগ্যে।’

সদর উপজেলার বরুনকান্দি গ্রামের কৃষক হেলাল উদ্দিন মন্ডল বলেন, ‘শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনও কাজ করা যাচ্ছে না। তারপরও থেমে নেই কৃষি কাজ। শীতের তীব্রতা উপেক্ষা করেই মাঠে ধান লাগাতে হচ্ছে।’#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০২:০৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, শহীদুল ইসলাম জি, এম, মিঠন, স্টাফ রিপোর্টার, নওগাঁ, ৩১ জানুয়ারী ২০২১ :

উত্তরের হিমেল হাওয়ায় শীতের দাপট বেড়েছে উত্তরের জেলা নওগাঁতে। কুয়াশা আর কনকনে শীতে ইতোমধ্যে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। সবচয়ে বেশি বেকায়দায় পড়েছেন সাধারন খেটে খাওয়া কামলা, কৃষি শ্রমিক, শ্রমজিবী মানুষ। কাজ না করলে যাদের দুবেলা দুমুঠো খাবার জোটে না এমন মানুষেরা শীতের প্রকোপে পরেছেন বেকায়দায়।

প্রচণ্ড ঠান্ডায় ভিড় বাড়ছে হাসপাতাল গুলোতে। বিশেষ করে ঠান্ডাজনিত রোগে শিশু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আবার সন্ধ্যা থেকে কুয়াশা শুরু হয়ে সকাল পর্যন্ত স্থায়ী হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে ঝলমল করলেও শীতের মাত্রা কমছে না।

নওগাঁর বদলগাছী আবহাওয়া উপকেন্দ্রে রবিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শহরের কাজির মোড় এলাকার বৃদ্ধ রিকশা চালক আজাহার বলেন, ‘শীতের কারণে টিনের ঝুপড়ি ঘরে থাকতে পারছি না। প্রচন্ড ঠান্ডায় আগুন জ¦ালিয়ে শীত নিবারণ করছি। এ পর্যন্ত সরকারি কোন কম্বলও জোটেনি ভাগ্যে।’

সদর উপজেলার বরুনকান্দি গ্রামের কৃষক হেলাল উদ্দিন মন্ডল বলেন, ‘শীতে হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোনও কাজ করা যাচ্ছে না। তারপরও থেমে নেই কৃষি কাজ। শীতের তীব্রতা উপেক্ষা করেই মাঠে ধান লাগাতে হচ্ছে।’#