মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২১ :
নওগাঁর ধামইরহাট পৌরসভায় নৌকা প্রতীকের প্রার্থী আমিনুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
তিনি ভোট পেয়েছেন সাত হাজার ৯৮২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি থানা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুর রহমান চৌধুরী চপল পেয়েছেন তিন হাজার ৪৯ ভোট।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই একটানা শান্তিপূর্ণবাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর ভোট হওয়ায় পৌরসভায় ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
উপজেলা নির্বাচন অফিসার বলেন, ‘৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২ হাজার ৬৪০ জন। ব্যালটের মাধ্যমে ৯টি ভোট কেন্দ্রের ৩৮টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়।’#