নওগাঁ ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁয় ভোট দিলেন অশীতিপর আমেনা, ১২২ বছরের রামপিরিত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২১ :

শনিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা। নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইর ক্রাচে ভর দিয়ে ভোট দিতে চলেছেন অশীতিপর বদ্ধা আমেনা বেওয়া। কিছুদূর হাঁটার পর খানিক থেমে আরাম করছিলেন। এরপর আবার হাঁটা দেন। ভোট দিয়ে বেরিয়ে যাবার সময় কেন্দ্রের গেটে কথা হয় তার সঙ্গে।

আমেনা বেওয়া বলেন, স্বামী মারা গেছে অনেক আগে। গত ঈদুল ফিতরে বাড়ির উঠানে পড়ে গিয়ে কোমরে ব্যাথা পান। সামর্থ না থাকায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। ভিক্ষা করে কোনো রকমে চলেন। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কোনো রকম চলে।
তিনি বলেন, ‘কোনো সন্তান নাই। এক ছেলে ছিল। মারা গেছে। বাম চোখ অন্ধ হয়ে গেছে। ডান চোখেও ঝাপসা দেখেন। গাঁয়ের মানুষরা আসতে বলেছে এজন্য ভোট দিতে এসেছি।’

যাবার সময় বৃদ্ধা বার বার বলছিলেন, ‘একটু দেখিস যদি কোথাও নাম দেয়া যায়। অনেকে তো অনেক কিছুই পায়।’

আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সুভাস কুমার মন্ডল বলেন, কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা দুই হাজার ২৬৮।

এদিকে নওগাঁর ধামইরহাট পৌর নির্বাচনেও ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। পৌরসভার তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পায়ে হেঁটে এসে ভোট দিয়েছেন ১২২ বছর বয়সী আদিবাসী বৃদ্ধ রামপিরিত রবিদাস।#

আপলোডকারীর তথ্য

নওগাঁয় ভোট দিলেন অশীতিপর আমেনা, ১২২ বছরের রামপিরিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১০:৪১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৩০ জানুয়ারী ২০২১ :

শনিবার (৩০ জানুয়ারী) সকাল সাড়ে ১০টা। নওগাঁ পৌরসভার আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইর ক্রাচে ভর দিয়ে ভোট দিতে চলেছেন অশীতিপর বদ্ধা আমেনা বেওয়া। কিছুদূর হাঁটার পর খানিক থেমে আরাম করছিলেন। এরপর আবার হাঁটা দেন। ভোট দিয়ে বেরিয়ে যাবার সময় কেন্দ্রের গেটে কথা হয় তার সঙ্গে।

আমেনা বেওয়া বলেন, স্বামী মারা গেছে অনেক আগে। গত ঈদুল ফিতরে বাড়ির উঠানে পড়ে গিয়ে কোমরে ব্যাথা পান। সামর্থ না থাকায় ঠিকমতো চিকিৎসা করাতে পারেননি। ভিক্ষা করে কোনো রকমে চলেন। এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় কোনো রকম চলে।
তিনি বলেন, ‘কোনো সন্তান নাই। এক ছেলে ছিল। মারা গেছে। বাম চোখ অন্ধ হয়ে গেছে। ডান চোখেও ঝাপসা দেখেন। গাঁয়ের মানুষরা আসতে বলেছে এজন্য ভোট দিতে এসেছি।’

যাবার সময় বৃদ্ধা বার বার বলছিলেন, ‘একটু দেখিস যদি কোথাও নাম দেয়া যায়। অনেকে তো অনেক কিছুই পায়।’

আরজি নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার সুভাস কুমার মন্ডল বলেন, কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা দুই হাজার ২৬৮।

এদিকে নওগাঁর ধামইরহাট পৌর নির্বাচনেও ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দিতে দেখা গেছে। পৌরসভার তালঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পায়ে হেঁটে এসে ভোট দিয়েছেন ১২২ বছর বয়সী আদিবাসী বৃদ্ধ রামপিরিত রবিদাস।#