নওগাঁ ০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

খাদ্যমন্ত্রীর হাতে কবি আককাস আলীর ‘‘হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, মো. মাহবুবু-উল আলম, বিশেষ প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ), ২৬ জানুয়ারী ২০২১ :

জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কবি মো. আককাস আলীর তৃতীয় কাব্যগ্রন্থ “হে স্বাধীনতা” এখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাতে। শনিবার (২৩ জানুয়ারী) নওগাঁর পোরশা উপজেলায় মন্ত্রীর হাতে “হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ তুলে দেন কবির পক্ষে উপজেলা প্রেসক্লাবের সদস্য জুয়েল হোসেন মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবীব, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আয়নুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবু-উল আলম প্রমুখ। সুযোগ্য খাদ্যমন্ত্রী কবির কাব্যগ্রন্থ হাতে পেয়ে কবি মো. আককাস আলীকে ধন্যবাদ জানান এবং তাঁর আবিষ্কার চলমান রাখা ও কবির জন্য আশির্বাদ কামনা করেন। #

আপলোডকারীর তথ্য

খাদ্যমন্ত্রীর হাতে কবি আককাস আলীর ‘‘হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৮:৪৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, মো. মাহবুবু-উল আলম, বিশেষ প্রতিনিধি, মহাদেবপুর (নওগাঁ), ২৬ জানুয়ারী ২০২১ :

জাতীয় কবিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও কবি মো. আককাস আলীর তৃতীয় কাব্যগ্রন্থ “হে স্বাধীনতা” এখন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের হাতে। শনিবার (২৩ জানুয়ারী) নওগাঁর পোরশা উপজেলায় মন্ত্রীর হাতে “হে স্বাধীনতা” কাব্যগ্রন্থ তুলে দেন কবির পক্ষে উপজেলা প্রেসক্লাবের সদস্য জুয়েল হোসেন মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবীব, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আয়নুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবু-উল আলম প্রমুখ। সুযোগ্য খাদ্যমন্ত্রী কবির কাব্যগ্রন্থ হাতে পেয়ে কবি মো. আককাস আলীকে ধন্যবাদ জানান এবং তাঁর আবিষ্কার চলমান রাখা ও কবির জন্য আশির্বাদ কামনা করেন। #