নওগাঁ ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় এলজিইডির নারী কর্মিদের মাঝে উপকরণ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২৫ জানুয়ারী ২০২১ :

সোমবার (২৫ জানুয়ারী) বেলা ১১টায় নওগাঁর মান্দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মিদের মাঝে উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০জন নারী কর্মির মাঝে কোদাল, কলস, হাসুয়া, ছাতা, এ্যাপ্রোন, সাবান প্রভৃতি উপকরণ বিতরণ করেন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকৌশলী মোর্শেদুল হাসান, কমিউনিটি অর্গানাইজার জালাল উদ্দিন খান, হিসাব রক্ষক আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে ৩বছর মেয়াদে নিয়োগপ্রাপ্ত একজন নারী প্রত্যেকদিন কাজের বিনিময়ে ৩শ টাকা হারে পারিশ্রমিক পাবেন।#

আপলোডকারীর তথ্য

মান্দায় এলজিইডির নারী কর্মিদের মাঝে উপকরণ বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২৫ জানুয়ারী ২০২১ :

সোমবার (২৫ জানুয়ারী) বেলা ১১টায় নওগাঁর মান্দায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্ত্বরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে নিয়োজিত নারী কর্মিদের মাঝে উপকরণ বিতরণের আয়োজন করা হয়।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা এমদাদুল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩০জন নারী কর্মির মাঝে কোদাল, কলস, হাসুয়া, ছাতা, এ্যাপ্রোন, সাবান প্রভৃতি উপকরণ বিতরণ করেন।

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা প্রকৌশলী মোর্শেদুল হাসান, কমিউনিটি অর্গানাইজার জালাল উদ্দিন খান, হিসাব রক্ষক আবু সাঈদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে ৩বছর মেয়াদে নিয়োগপ্রাপ্ত একজন নারী প্রত্যেকদিন কাজের বিনিময়ে ৩শ টাকা হারে পারিশ্রমিক পাবেন।#