মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ২৩ জানুয়ারী ২০২১ :
‘আর ঢাকা যামুনা। এখন থেকে বাড়িতে থাকুম।’ মুজিববর্ষে শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পাকা ঘর পেয়ে আনন্দে দিশেহারা হয়ে এমন মতামত প্রকাশ করলেন এক উপকারভোগী আঞ্জুয়ারা। আঞ্জুয়ারার বাবার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়নের গন্ধর্ববপুর গ্রামে।
স্বামীর বাড়ি ভিটা না থাকায় বিয়ের পর থেকে আঞ্জুয়ারা স্বামীকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন। তার ১ ছেলে ২ মেয়ে। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। বসত বাড়ি না থাকায় স্ব-পরিবারে ১০ বছর আগে ঢাকায় চলে যান।
সেখানে গার্মেন্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে যা রোজগার হয় তা দিয়ে বাসা ভাড়াসহ কোন রকমে সংসার চলে। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি হয়ে নতুন করে জীবন সাজাতে চলেছেন তিনি। মুজিবশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স এর মাধ্যেমে ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পরপরই উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৪৮টি গৃহহীন পরিবারের মধ্যে বাড়ির কাগজপত্র বুঝে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার দাস।
উপজেলা নির্বাহী অফিসার মুহা: আবু তাহির এতে সভাপতিত্ব করেন। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সহকারী কমিশনার (ভূমি) মো: সুমন জিহাদী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ (বুলু), মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, ডি,এম, এনামুল হকসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী, উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।#