মহাদেবপুর দর্পণ, তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ), ২৩ জানুয়ারী ২০২১ :
মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেলেন নওগাঁর নিয়ামতপুরের ৭১টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। মুজিব জন্মশতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে শনিবার (২৩ জানুয়ারী) এসব বাড়ির চাবি ও কাগজপত্র তুলে দেওয়া হয় পরিবারগুলোর সদস্যদের হাতে।
সকালে এ উপলক্ষে নিয়ামতপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা এতে সভাপতিত্ব করেন।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন প্রমুখ।
জমিসহ ঘর পেয়ে খুশী ভূমিহীন ও গৃহহীনরা। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। #