মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২১ :
মো: ছাব্বির হোসেন নামে ১৭ বছর বয়সের এক শারীরিক প্রতিবন্ধী যুবক গতবছর ১৮ ডিসেম্বও তার নানা বাড়ি নওগাঁর সাপাহার উপজেলার মুংরইল গ্রাম থেকে হারিয়ে গেছে। তিনি নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মইনুল হোসেন কালুর ছেলে।
তার গায়ের রং-শ্যামবর্ণ, সামনের দু’টি দাঁত নেই।
তার সন্ধ্যান চেয়েছেন তার মা জয়গুন বিবি।মোবাইল নাম্বার : ০১৭৯৫৬৭৯৩১৮।#