মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২১ :
নওগাঁর মান্দায় মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান ও তার সহধর্মিনী সুফিয়া হাসান ব্যক্তিগত উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে বড়পই গ্রামের বাসভবনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান বলেন, গত কয়েকদিন ধরে এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে চরম কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন হতদরিদ্র ছিন্নমূল মানুষ। এ অবস্থায় ব্যক্তি উদ্যোগে অসহায় শীতার্ত কিছু মানুষকে উষ্ণতার একটু পরশ দেয়ার চেষ্টা করেছি মাত্র। এ সময় তার সহধর্মিনী সুফিয়া হাসান উপস্থিত ছিলেন।
পরে বিভিন্ন এলাকার ২৪০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।#