নওগাঁ ১০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৫৪টি গৃহহীন পরিবার<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২১ :

মুজিবশতবর্ষ উপলক্ষে নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা বাড়ি। এজন্য উপজেলার নিতপুর ইউপিতে ৬টি, গাঙ্গুরিয়া ইউপিতে ১০টি, ছাওড় ইউপিতে ১৪টি, মর্শিদপুর ইউপিতে ১৪টি ও ঘাটনগর ইউপিতে ১০টি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারের মালিকানাধীন সম্পত্তিতে মন্ত্রনালয়ের দেওয়া ডিজাইন অনুসরণ করে এসব বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে বাড়িগুলোর শতভাগ নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন জানান, প্রত্যেকটি পরিবারের জন্য আলাদা একটি করে বাড়ি নির্মাণ করা হয়েছে। ১লক্ষ ৭১হাজার টাকা ব্যায়ে নির্মিত প্রত্যেক বাড়িতে রয়েছে দুটি বেডরুম, একটি করে রান্না ঘর, ডাইনিং, টয়লেট ও বারান্দা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, সার্বক্ষনিক উপজেলা প্রশাসন এসব বাড়িগুলোর নির্মাণ কাজ তদারকি করেছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ উপজেলার ১২জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১০জন ভিক্ষুকসহ ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়ার জন্য বাড়িগুলি নির্মাণ করা হয়েছে।

২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান উদ্বোধন করবেন।#

আপলোডকারীর তথ্য

পোরশায় প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছেন ৫৪টি গৃহহীন পরিবার<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
Spread the love

মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২১ :

মুজিবশতবর্ষ উপলক্ষে নওগাঁর পোরশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫৪টি গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা বাড়ি। এজন্য উপজেলার নিতপুর ইউপিতে ৬টি, গাঙ্গুরিয়া ইউপিতে ১০টি, ছাওড় ইউপিতে ১৪টি, মর্শিদপুর ইউপিতে ১৪টি ও ঘাটনগর ইউপিতে ১০টি পাকা বাড়ি নির্মাণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় সরকারের মালিকানাধীন সম্পত্তিতে মন্ত্রনালয়ের দেওয়া ডিজাইন অনুসরণ করে এসব বসতবাড়ি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে বাড়িগুলোর শতভাগ নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন জানান, প্রত্যেকটি পরিবারের জন্য আলাদা একটি করে বাড়ি নির্মাণ করা হয়েছে। ১লক্ষ ৭১হাজার টাকা ব্যায়ে নির্মিত প্রত্যেক বাড়িতে রয়েছে দুটি বেডরুম, একটি করে রান্না ঘর, ডাইনিং, টয়লেট ও বারান্দা।

উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা জানান, সার্বক্ষনিক উপজেলা প্রশাসন এসব বাড়িগুলোর নির্মাণ কাজ তদারকি করেছে। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এ উপজেলার ১২জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১০জন ভিক্ষুকসহ ৫৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়ার জন্য বাড়িগুলি নির্মাণ করা হয়েছে।

২৩ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘর প্রদান উদ্বোধন করবেন।#