মহাদেবপুর দর্পণ, নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ), ২২ জানুয়ারী ২০২১ :
শুক্রবার সকালে নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ সংলগ্ন কোর্ট ভবনের বিপরীতে আত্রাই হিউম্যানিটরিয়ান এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (আহাদ) এর উদ্যোগে “সিরাজুল ইসলাম মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল” এর ভিত্তিপ্রস্তর স্থাপনের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সংস্থার সভাপতি আলহাজ নজরুল ইসলাম প্রাং এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএ মুহিত, ফখরুল বারী রিজভি, জিয়াউর রহমান, বীরেন্দ্রনাথ পাল প্রমুখ।
আত্রাইয়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহণের কোন বিদ্যালয় না থাকায় তারা যুগ যুগ থেকে শিক্ষার আলো হতে বঞ্চিত রয়েছে। তাদের অবহেলিত জীবনকে আলোকিত করার প্রয়াসে আত্রাইয়ের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিউম্যানিটরিয়ান এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (আহাদ) নিজস্ব অর্থায়নে এই প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে।#