মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২২ জানুয়ারী ২০২১ :
আগামী সপ্তাহে নওগাঁয় প্রায় ৫০ হাজার পিস করোনার টিকা আসছে। সম্প্রতি ভারত সরকারের দেয়া করোনা প্রতিষেধক টিকার মধ্য থেকে নওগাঁর ১১ উপজেলায় দেয়ার জন্য এসব আসছে।
শুক্রবার সকালে নওগাঁর সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ এতথ্য জানিয়ে বলেন, ‘ইতিমধ্যে টিকা সংরক্ষণের জন্য দুটি ঘর প্রস্তুত করা হয়েছে। এছাড়া অগ্রাধিকারের ভিত্তিতে কারা আগে টিকা পাবে সে তালিকা প্রস্তুতের কাজও চলছে।’
তিনি বলেন, ‘করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা ও বয়স্করা অন্যতম। পরবর্তী ধাপে অন্য শ্রেণি পেশার মানুষদেরও টিকা দেয়া হবে।’
নওগাঁয় টিকা আসার খবরে সংশ্লিষ্টদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
উল্লেখ্য, সরকারি হিসেবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর পর্যন্ত নওগাঁর ১১ উপজেলায় ইতোমধ্যেই ২৬ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯১ জন।এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৪৯৮ জন।#