মহাদেবপুর দর্পণ, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ), ১৭ জানুয়ারী ২০২১ :
সৌভাগ্য ফিরে পাওয়ার পথ আর বেশি দূরে নয়। অপেক্ষার পালা প্রায় শেষ। দু-এক দিনের মধ্যেই সেই সৌভাগ্যের দ্বার খুলে যাবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের উপহার উপজেলার ৪৮ ভূমিহীনদের দ্বারে এসে কড়া নাড়ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা ‘একটি পরিবারও গৃহহীন থাকবে না।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৪৮ ভূমিহীন পাচ্ছেন বসবাসের নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর উপহারের সেই স্বপ্নের বাসস্থান আধাপাকা ইটের বাড়ি।
প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ১ লাখ ৭১ হাজার টাকা। ঘরগুলি বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার মুহা. আবু তাহির, সহকারী কমিশনার (ভূমি) মো. সুমন জিহাদী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের তদারকিতে এ ঘরগুলি নির্মাণ কাজ প্রায় শেষের পথে। আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিব শতবর্ষের স্বপ্নের উপহার তুলে দিবেন ভূমিহীনদের হাতে।
উপজেলার বসনয় গ্রামের উপকারভোগী রেখা বানু জানান, তার ৫-৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন। তার থাকার কোনো জায়গা নেই। মাথার উপর কোনো ছাতা নেই। ঘর বুঝে পেলে তার বসবাসের একটি আশ্রয় হবে। তবে সেখানে যদি গরু-ছাগল, হাঁস-মুরগি পালনের কোনো সুযোগ-সুবিধা থাকে তাহলে খুবই সুবিধা হবে।
পাত্রাবাড়ি গ্রামের আক্কাছ আলী ও জাহিদুল ইসলাম জানান, এ ঘরগুলি হবে তাদের স্বপ্নের নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর উপহার পেয়ে তারা খুব খুশি।
উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলার জন প্রতিনিধিসহ সকলের সহযোগিতায় খাস জমি উদ্ধার করে ও সঠিক মনিটরিংয়ের মধ্যেমে উপকারভোগী যাচাই-বাছাই করে বদলগাছী উপজেলার ৪৮ জন ভূমিহীনের জন্য বরাদ্দ করা ঘরের কাজ সমাপ্ত করা হয়েছে।#