মহাদেবপুর দর্পণ, কাজী সামছুজ্জোহা মিলন, বার্তা সম্পাদক, ১৭ জানুয়ারি ২০২১ :
রোববার (১৭ জানুয়ারি) বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলা ফুটবল একাডেমির উদ্যোগে নাটশাল ফুটবল মাঠে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব ভোদন এতে প্রধান অতিথি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও সদর ইউনিয়ন যুবলীগের সদস্য, আসন্ন মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারমান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী তরুণ সমাজ সেবক সাঈদ হাসান তরফদার শাকিল এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশআরী, সাধারণ সম্পাদক তনু কুমার দেব, সাবেক প্রচার সম্পাদক জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খেলায় মহাদেবপুর ফুটবল একাডেমি ১ -০ গোলে পত্নীতলা উপজেলা ফুটবল একাডেমিকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা পরিচালনা করেন অধ্যক্ষ জাহিদুল ইসলাম। ফুটবল প্রেমীরা খেলা দেখার জন্য মাঠের চারপাশে খেলা শুরুর অনেক আগে থেকেই সমবেত হন । টান টান উত্তেজনার মধ্য দিয়ে প্রথম সেমিফাইনাল সমাপ্ত হয়। #